কামড় দিয়ে স্বামীর কান ছিঁড়ে নিলেন স্ত্রী,বিস্তারিত ভিতরে

admin By admin September 26, 2025

চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। বিবাহবিচ্ছেদের মামলা চলাকালীন স্ত্রী সারিকা স্বামীর কান কামড়ে ছিঁড়ে দেওয়ার অভিযোগে ফেঁসে গেছেন।

Husband

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতে এই ঘটনা ঘটে। আহত স্বামী অমিত সোনকার, পেশায় সবজি বিক্রেতা, অভিযোগ করেছেন, আট বছর আগে প্রেমের সম্পর্ক থেকে তাদের বিয়ে হয়েছিল। প্রথম দিকে সম্পর্ক ভালো থাকলেও শেষ কয়েক বছরে দাম্পত্য জীবনে প্রায়ই কলহ লেগেই থাকত। একপর্যায়ে বিষয়টি আদালতে গড়ায়।

অমিতের কথায়, ঘটনার দিন স্ত্রী ঝগড়া শুরু করেন। তিনি ঘুমিয়ে ছিলেন, পরে বাঁচতে খাটে ওঠার চেষ্টা করলেও শেষ পর্যন্ত স্ত্রী তাঁকে জাপটে ধরে কান কামড়ে ছিঁড়ে দেন। আহত অবস্থায় থানায় অভিযোগ দায়ের করেছেন অমিত এবং জানান, তিনি আর স্ত্রীর সঙ্গে থাকতে চান না।

অন্যদিকে, স্ত্রী সারিকাও পাল্টা অভিযোগ করেছেন, স্বামী তাঁকে শারীরিকভাবে নির্যাতন করতেন।