ব্রেকিং: সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ

Live
Channel 24
জাতীয়
A-AA+
সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
চ্যানেল 24 ডেস্ক
প্রকাশিত : ২১:৫৩, ২০ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২২:০৫, ২০ সেপ্টেম্বর ২০২৫
facebook sharing buttontwitter sharing buttonemail sharing buttonwhatsapp sharing buttonlinkedin sharing button
সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
সরকারি বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা ২০ থেকে ৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। ছবি: সংগৃহীত
সরকারি বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা ২০ থেকে ৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে সরকারি কর্মচারীদের প্রতিক্ষণ ভাতা পুনর্নির্ধারণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলমের সই করা ওই পরিপত্রে বলা হয়েছে, সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে যারা প্রশিক্ষণ নেবেন তাদের জন্য বর্ণিত শর্তে এই ভাতা কার্যকর হবে।
পরিপত্রে ৯ গ্রেড বা এর উচ্চ গ্রেডের কর্মকর্তাদের কেন্দ্রে অবস্থানকালীন ভাতা ৮০০ টাকা করা হয়েছে, যা আগে ছিল ৬০০ টাকা। একই গ্রেডে মাঠসংযুক্তকালীন নতুন ভাতা হবে ১ হাজার টাকা, যা আগে ৭০০ টাকা ছিল। এছাড়া ১০ম গ্রেড বা এর নিচের কর্মচারীদের ক্ষেত্রে যথাক্রমে ৬০০ ও ৭০০ টাকা প্রশিক্ষণ ভাতা নির্ধারণ করা হয়েছে, যা আগে যথাক্রমে ৫০০ ও ৬০০ টাকা ছিল।
এর আগে গত আগস্টে সরকারের বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণের বক্তা সম্মানী ও প্রশিক্ষণ ভাতার হার পুনর্নির্ধারণ করা হয়। ওই সময় প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী উভয়েরই ভাতা বাড়ানো হয়। এরমধ্যে প্রশিক্ষণার্থীদের ভাতা বাড়িয়ে দ্বিগুণ করা হয়। এছাড়া ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয় প্রশিক্ষকদের ভাতা। অন্যদিকে গত জুলাই থেকে সরকারি কর্মচারীদের মূল বেতনের ওপর ১০ থেকে ১৫ শতাংশ বিশেষ সুবিধা দেয়া হয়েছে। কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রে এই ‘বিশেষ সুবিধার’ ন্যূনতম পরিমাণ ১ হাজার ৫০০ টাকা। আর পেনশনভোগীদের জন্য ন্যূনতম ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।